ফাইল ফটো
মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সকাল সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে, শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঘোনাপাড়া গ্রামের মো. লিটন মিয়া ও একই গ্রামের মো. রবিন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিংগাইর পৌরসভার বকচর ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক সাত লাখ টাকা। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।