ইউসুফ আলী প্রধানঃ আত্মা মানবতার সেবায় সামাজিক কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাজীগঞ্জ ইসলামি কল্যান সোসাইটি।
গতকাল ২ এপ্রিল শনিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ এম সার্কাস, হাজীগঞ্জ ইসলামি কল্যান সোসাইটির সভাপতি ও ইব্রাহীম গার্মেন্টসের চেয়ারম্যান মো ইউসুফ মিয়ার উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দারিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাজীগঞ্জ ইসলামি কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক মো সোহেল গাজীর সভাপতিত্বে হাজীগঞ্জ শাহী মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নাজমুল হাসানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো আমির হোসেন, সহ সভাপতি মজিবুর রহমান, সহ সভাপতি হালিম বেপারি, সহ সাধারণ সম্পাদক শাখাওয়াত খান, কার্যকরী সদস্য রবিউল আলম বাদল, ক্রিয়া বিষয়ক সম্পাদক শাকিল খন্দকার, এনামুল হক খন্দকার স্বপন।
এছাড়াও উপস্থিত ছিলেন জ্ঞানকোষ কোচিং সেন্টারের পরিচালক ফাহিম খন্দকার অনিক, ইমাম হাসান প্রমূখ।
Facebook Comments Box