সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে চারজন নারীসহ ১৩ বাংলাদেশি ইন্তেকাল হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
পোর্টালে উল্লেখ করা হয়েছে, ৪ জুলাই মো. আবদুল মোতালিব (৫৮) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি নওগাঁর সাপাহার উপজেলার তিলনা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: বিটি ০৬৮৬৭১০।
আর ৩ জুলাই মো. খায়বার হোসেন (৫৫) নামের আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর ইএফ ০১৫৬১৬২। তিনি রংপুরের পীরগাছা উপজেলার বাসিন্দা।
বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হয় ৩ জুলাই। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ অনুযায়ী) পবিত্র হজ পালিত হবে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।