করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কমানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গ্রীষ্মকালীন ছুটি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে মে দিবস, শব-ই-কদর, জুমু‘আ-তুল বিদা এবং ঈদ-উল-ফিতরের ছুটি বহাল রেখে আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত মোট ১১ দিন ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে কোভিড সংক্রমণের শুরুতে ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই সাথে বন্ধ করে দেওয়া হয় আবাসিক হলগুলোও। প্রায় ১৮ মাস পর গত বছরের অক্টোবরে হলগুলো আবারও খুলে দেওয়া হয়। করোনার ফলে সৃষ্ট সেশনজট কমাতে ইতিমধ্যেই ‘লস রিকোভারি প্ল্যান’ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।