ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড’। রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ে বসেছিল এবারের আসর। এতে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং এবং সেরা অভিনেত্রী কৃতি স্যানন। যথাক্রমে ‘৮৩’ ও ‘মিমি’ সিনেমার জন্য এই সম্মাননা পেয়েছেন তারা। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য পুরস্কার পেয়েছেন আশা পারেখ। সংবাদ সংস্থা এএনআই এ খবর প্রকাশ করেছে।
যারা পেলেন এই পুরস্কার
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যানাদার রাউন্ড
সেরা পরিচালক: কেন ঘোষ (স্টেট অব সেইজ: টেম্পল অ্যাটাক)
সেরা সিনেমাটোগ্রাফার: জয়কৃষ্ণ গুম্মাদি (হাসিনা দিলরুবা)
সেরা অভিনেতা (পার্শ্ব চরিত্র): সতীশ কৌশিক (কাগজ)
সেরা অভিনেত্রী (পার্শ্ব চরিত্র): লারা দত্ত (বেল বটম)
সেরা অভিনেতা (খল চরিত্র): আয়ুষ শর্মা (অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ)
সেরা অভিনেতা (দর্শক পছন্দ): অভিমন্যু দাসানি
সেরা অভিনেত্রী (দর্শক পছন্দ): রাধিকা মদন
সেরা সিনেমা: শেরশাহ
সেরা আভিনেতা: রণবীর সিং (৮৩)
সেরা আভিনেত্রী: কৃতি স্যানন (মিমি)
সেরা ডেবিউ: আহান শেঠি (তাড়াপ)
বছরের সেরা সিনেমা: পুষ্পা: দ্যা রাইজ
সেরা ওয়েব সিরিজ: ক্যান্ডি
সেরা অভিনেতা (ওয়েব সিরিজ): মনোজ বাজপেয়ী (দ্য ফ্যামিলি ম্যান ২)
সেরা অভিনেত্রী (ওয়েব সিরিজ): রাভিনা ট্যান্ডন (আরণ্যক)
সেরা প্লেব্যাক গায়ক: বিশাল মিশ্রা
সেরা প্লেব্যাক গায়িকা: কণিকা কাপুর
সেরা শর্ট ফিল্ম: পাউলি
সেরা টেলিভিশন সিরিজ: অনুপমা
সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ): শাহির শেখ (কুছ রং পেয়ার কে আইসে ভি)
সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ): শ্রদ্ধা আর্য (কুণ্ডলি ভাগ্য)
প্রতিশ্রুতিশীল অভিনেতা (টেলিভিশন সিরিজ): ধীরাজ কাপুর
প্রতিশ্রুতিশীল অভিনেত্রী (টেলিভিশন সিরিজ): রুপালী গঙ্গোপাধ্যায়
সেরা সমালোচিত চলচ্চিত্র: সর্দার উধম
সেরা সমালোচিত অভিনেতা: সিদ্ধার্থ মালহোত্রা (শেরশাহ)
সেরা সমালোচিত অভিনেত্রী: কিয়ারা আদভানি (শেরশাহ)