ফাইল ফটো
যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা রজনীগন্ধা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন , আহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল লিমন (১৫)। সে যাত্রাবাড়ীর সবুজবিদ্যা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। যাত্রাবাড়ী সুতি খালপাড় বিবির বাগিচা এলাকার বাসিন্দা টেইলার্স দোকানি আলী আকবরের ছেলে আব্দুল্লাহ।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। সে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।