সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
সাবেক স্ত্রীর করা ধর্ষণ মামলায় রোববার সন্ধ্যার পর তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।
ওসি জানান, মামলার বাদীর সঙ্গে গত ৭/৮ মাস আগে তালাক হয় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারের। কিন্তু তালাকের পরও পুনরায় ওই নারীকে বিয়ের প্রলোভন দেখায় রোমান হাওলাদার। বিয়ের প্রলোভনের এক পর্যায়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।
পরে বিয়ে না করায় তালাকের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী। ওই মামলায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।