চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া এলাকায় সহিংসতার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। অভিযান এখনও চলমান রয়েছে বলে জানা গেছে।
সোমবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া এলাকায় সাম্প্রতিক সময়ে সহিংসতার ঘটনায় জড়িত পাঁচ সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানটি এখনও চলমান।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।