কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জাকারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকচান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ জাকারিয়া হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
জানা যায়, গ্রেফতারকৃত মোহাম্মদ জাকারিয়াকে মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, মাদক মামলায় এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে জাকারিয়া পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।