একাধিক প্রেমে ধোঁকা খাওয়ার পর গেল বছর ভিকি কৌশলের সঙ্গে মালাবদল করেন ক্যাটরিনা। বিয়ের পর তারা বেশ সুখে সংসার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির বিভিন্ন মুহূর্তের প্রকাশিত ছবি দেখে তেমনটা আন্দাজ করা যায়। গুঞ্জন উঠেছে, তাদের সুখের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে। অর্থাৎ দুইজন থেকে তিনজন হতে যাচ্ছেন তারা।
ঢিলেঢালা সালোয়ার কামিজ পরে এয়ারপোর্টে গিয়েছিলেন ক্যাটরিনা। এয়ারপোর্ট-লুকের সেই ছবি নেট-দুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা অনুমান করেন যে, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে হয়ত তিনি এরকম ঢিলেঢালা কাপড় গায়ে জড়িয়েছেন।
তবে পরক্ষণে তাদের সেই ধারণা পাল্টে যায়। তারা বুঝতে পারেন, আরাম অনুভূত হওয়ার জন্য ক্যাটরিনা ঢিলেঢালা পোশাক পরেছেন। তাছাড়া, ক্যাটরিনা একজন ফ্যাশন সচেতন নায়িকা। ঢিলে পোশাক তার ফ্যাশনের অংশ হতে পারে।
২০২১ সালের সবচেয়ে চর্চিত ও বিলাবসহুল ছিল ভি-ক্যাটের বিয়ে। রাজস্থানের সিক্স সেন্সেস দুর্গে ধুমধাম করে বিয়ে করেন। এর আগে কয়েকমাস চুটিয়ে প্রেম করেন তারা।,