শুধু রেজাউল কিংবা আলমগীর নন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জীবনযাত্রার অন্যান্য ব্যয় বৃদ্ধি পাওয়ায় এমন অনেকেরই এখন টিকে থাকা দায়। নিম্ন এবং মধ্য আয়ের ৮টি পরিবারের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার ফলে মানুষের জীবনযাত্রায় কি প্রভাব পড়েছে- তার একটি রূপরেখা পাওয়া যায়। এমন পরিবারও পাওয়া গেছে, যাদের মাছ-মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই। ভোজ্য তেল, চাল-ডালসহ বাজারের অধিকাংশ পণ্যের দাম চড়া হওয়ায় শুধু কম দামি সবজি খেয়ে দিন পার করছেন তারা।
রাজধানীর ইব্রাহিমপুর এলাকায় থাকেন রাবেয়া আক্তার। কাজ করেন একটি গার্মেন্ট কারখানায়। বলেন, ‘মাস গেলে যা বেতন পাই, সব বাজার সদাই করতেই শেষ হইয়া যায়। ৮ বছর ধরে ঢাকায় থাহি। দিন যত যাইতেছে ততোই জিনিসপত্রের দাম বাড়ছে। চাকরি করছি ৩ বছর ধইরা। এই তিন বছরে সবকিছুর দাম ডাবল বাইড়া গেছে। তয় বেতন কিন্তু তেমন বাড়ে নাই। তহন ৮ হাজার টাহা ছিল, এহন হইছে সাড়ে ১০ হাজার। কিন্তু আগে ৮ হাজার টাহায় সংসার যেমনে চলছে এহন সাড়ে ১০ হাজারেও তেমন চলে না। মাছ-মাংস তো কেনাই হয় না। সবজি কিনমু সেইডার দামও বেশি। এহন আলুর দাম একটু কম। আলু ভর্তার লগে যে ডাইল খামু তাও দাম বেশি। তেলের দামও ডাবল। রাবেয়া বলেন, বাজারে যহন যে সবজির দাম একটু কম সেইডাই কিনি। পোলাপানরে তো দুই মাস ধইরা কোনো মাংসই খাওয়াইতে পারি নাই। গরুর মাংস তো দূরের কথা।
দিন যত যাচ্ছে সবকিছুর দাম হু হু করে বেড়েই চলেছে। মূল্যস্ফীতি নামক পাগলা ঘোড়া যে গতিতে ছুটছে, ঠিক তার বিপরীত গতি মানুষের আয়-রোজগারে। বাজারের অনেক পণ্যের দাম এক বছরের মধ্যেই প্রায় দ্বিগুণ বেড়েছে। একইসময়ে মানুষের আয়-রোজগার তুলনামূলক আরও কমে গেছে। মহামারির ধাক্কায় অনেক মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। অনেক পণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে আবার দেশের মাথাপিছু আয় বৃদ্ধির খবরও শুনছেন তারা। অন্যদিকে দেশে আয়বৈষম্য ভয়াবহ আকারে বেড়ে যাওয়ার তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে ভবিষ্যতে মানুষের জীবনযাত্রা আরও হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এমন পরিস্থিতির মধ্যেই গত মঙ্গলবার আরেক দফা দেশের মাথাপিছু আয় বৃদ্ধির খবর জানা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ ডলার হয়েছে।
প্রখ্যাত অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, মাথাপিছু আয়ের প্রাক্কলনে তথ্যগত ভিত্তি নিয়ে প্রচণ্ড সন্দেহ আছে। এখন যেটা হচ্ছে সেটা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে এবং সেই তথ্যের ভেতরেই বড় ধরনের বৈপরীত্য আছে। যেই সমস্ত সূচকের সঙ্গে প্রবৃদ্ধির হারের মিল থাকার কথা সেগুলো নেই। সুতরাং এই প্রাক্কলনের ওপর আস্থা রাখা খুবই কষ্টকর। তিনি বলেন, আয় যদি বেড়েও থাকে, এটা খুব পরিষ্কার যে এই আয় খুবই অসমভাবে বণ্টিত হচ্ছে, আয় বৈষম্য রয়েছে। বিকাশমান মধ্যবিত্ত বিশেষ করে নিম্নবিত্ত মানুষের ভোগের জন্য প্রকৃত আয়ের পরিমাণ কমে যাচ্ছে। আর যে সমস্ত উচ্চবিত্তরা তাদের পুঁজির ভিত্তিতে আয় করে তার সঙ্গে শ্রমের ভিত্তিতে আয়ের ভেতরে অনেক বড় প্রার্থক্য হয়ে গেছে। সেজন্য এখন সবচেয়ে বেশি ভুক্তভোগী হলো নিম্ন মধ্যবিত্তের অংশ এবং শিক্ষিত মধ্যবিত্তের অংশ। যারা স্বল্প বেতনের চাকরি করে, একইসঙ্গে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। এই নিম্ন মধ্যবিত্ত বাংলাদেশে একটি নব্য দরিদ্র শ্রেণি হিসেবে আবির্ভূত হচ্ছে বলে মত দেন তিনি।
কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, মানুষ এখন নিঃসন্দেহে অনেক সমস্যায় আছে। তাদের আয় বাড়ে না। কিন্তু জিনিসপত্রের দাম ঠিকই বাড়ছে। আয় বৈষম্য বেড়ে গেছে। সরকারের উচিত মানুষের কর্মসংস্থান বাড়ানো, তাদের আয় কীভাবে বাড়বে সেই ব্যবস্থা করতে হবে। সরকারের হিসাব বলছে আমাদের গড় আয় নাকি বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা স্বল্প আয়ের নিম্ন মধ্যবিত্তের মানুষ তাদের আয় বাড়ছে বলে তো আমরা দেখছি না। তাই সরকারের উচিত মানুষের আয় রোজগার কীভাবে বাড়ানো যায় তার ব্যবস্থা করা। সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা। তা না হলে সরকারের সব বড় বড় অর্জন ম্লান হয়ে যাবে। কারণ, দেশের উন্নতি হচ্ছে এটা বললে তো আমি এতে সন্তুষ্ট থাকতে পারবো না। আমার জীবনমানের কি উন্নতি হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। মানুষের জীবনমানের উন্নতি না করে বড় বড় অট্টালিকা, ব্রিজ, রাস্তাঘাট করলে সেটা মানুষ শুধু দেখবে, কিন্তু তাদের তো কোনো লাভ হবে না। সূএ:মানবজমিন