চাঁদপুরের শাহরাস্তিতে ১ হাজার ৬০০ বোতল ফেনসিডিল আটকের ২ দিনের মাথায় ১৫০ বোতল ফেনসিডিলসহ আরও ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক (এস আই) মো. কামাল হোসেন, শেখ কামাল ও মাহদী হাসান চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়া চোঁ এলাকায় অবস্থান নেয়। ওইসময় কুমিল্লা থেকে আসা একটি মোটরসাইকেলের (কুমিল্লা-ল ১২-৫৫৮৭) ২ আরোহীকে আটক করে। পুলিশ তাদের তল্লাশি করে ২টি স্কুল ব্যাগে রক্ষিত ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার কোতয়ালী থানার টিক্কারচর গ্রামের ইউসুফ মিয়ার পুত্র মো. জুবায়ের হোসেন রনি (২৬) ও একই এলাকার তাজুল ইসলামের পুত্র মো. রাশেদ মিয়া (২৮)।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।