রিয়াল মাদ্রিদ অনেক বড় ক্লাব। কিন্তু তাদের একটাই সমস্যা, উড়তে উড়তে হঠাৎই কোন একটা জায়গায় গিয়ে থেমে যায়, মুখ থুবড়ে পড়ে। সেটা এমনকি নিজেদের মাঠে কোনো ছোট ক্লাবের বিপক্ষেও।
যদিও সেভিয়া এবারের লা লিগায় বেশ ভালোই ফাইট দিচ্ছে রিয়াল-বার্সার সঙ্গে। পয়েন্ট টেবিলে দীর্ঘদিন ধরেই তারা দ্বিতীয় স্থানটি দখল করে ছিলো। সেই সেভিয়ার মাঠে গিয়ে রোববার রাতে হারের শঙ্কায় পড়ে গিয়েছিল লজ ব্লাঙ্কোজরা। শেষ পর্যন্ত করিম বেনজেমার গোলে কোনোমতে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে (৯০+২ মিনিট) জয়সূচক গোলটি করেন বেনজেমা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে আগের মতই শীর্ষস্থান দখল করে রেখেছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬০। যদিও তারা দুটি ম্যাচ কম খেলেছে। ৩২ ম্যাচে সেভিয়ার পয়েন্টও ৩২।
বিস্তারিত আসছে..