ইউক্রেনে সামরিক হামলাকে কেন্দ্র করে রাশিয়ার ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। বিবিসি জানায়, এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে যুক্তরাজ্য। এ ছাড়া, সেদেশে রাশিয়ার কোন বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসাবে গণ্য করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের আকাশসীমায় রুশ বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরে এক পাল্টা প্রতিক্রিয়ায় ইউরোপের ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে রাশিয়া।
বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট বলেছেন, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয়, কারণ আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
বর্তমানে রাশিয়ার ধনকুবেরদের ব্যক্তিগত জেট বিমানকে উদ্দেশ করে নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মাধ্যমে ধনকুবেররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশা করছে যুক্তরাজ্য।