রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় মো. ইরফান (৪৮) নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
ইরফান গুলিস্তানের নবাবপুর রোড এলাকার একটি ইলেকট্রিক পণ্যের দোকানের কর্মচারী।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাসের হেলপার জয়কালী মন্দিরের সামনে নামার সময় ইরফানকে ধাক্কা দেন। এতে রাস্তায় পড়ে গিয়ে ইরফান মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। সূএ:পূর্বপশ্চিমবিডি