বিনোদন ডেস্ক : ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ অনেকের কাছে ‘মুম্বাই মাফিয়া কুইন’ নামে পরিচিত। ষাটের দশকে মুম্বাইয়ের ডন-মাফিয়াদের বুকে কাঁপন ধরাতো কামাথিপুরার এই যৌনকর্মী। এখানেই শেষ না; ৫০০ রুপির বিনিময়ে যৌনপল্লিতে বিক্রি হওয়া এই গাঙ্গুবাই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন প্রতাপশালী নেত্রী হিসেবে। একজন যৌনকর্মী থেকে কীভাবে নেত্রী বনে গেলেন, প্রশ্ন এখানেই।
সেই গাঙ্গুবাইয়ের জীবনকাহিনী নিয়ে লেখক হাসান জাইদির উপন্যাস ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ অবলম্বনে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এতে গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। বানসালি প্রডাকশনের অফিশিয়াল টুইটার থেকে মুক্তির এ নতুন দিন ঘোষণা হয়েছে। একই সঙ্গে জানানো হয়, ৪ ফেব্রুয়ারি আসছে ট্রেলার।
এর আগে ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির, কিন্তু করোনা পরিস্থিতির কারণে দিল্লির সিনেমা হলগুলোয় তালা ঝোলাতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার।
তবে অন্যান্য অনেক রাজ্যের মতোই ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ খোলার ঘোষণা দিয়েছে দিল্লি সরকার। এর পরই গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তির নতুন দিন ঘোষণা করা হলো।
গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ হয় সিনেমাটির দেড় মিনিটের টিজার। এর পরই চলচ্চিত্রটির কিছু দৃশ্য নিয়ে আপত্তির কথা জানায় কাথিয়াওয়াড় জনগোষ্ঠীর মানুষ।
এ নিয়ে গাঙ্গুবাইয়ের কথিত দত্তক পুত্র বাবু রাভজি শাহ মানহানির মামলাও করেন সঞ্জয় লীলা বানসালি ও আলিয়া ভাটের বিরুদ্ধে। তবে মামলার সেসব ঝামেলা পেরিয়ে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
টিজার দেখেই অনেকে মনে করছেন,পদ্মাবত-এর পর বানসালির আরেক মাস্টারপিসগাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। আর এটি হতে যাচ্ছে আলিয়া ভাটের এ পর্যন্ত ফিল্মি ক্যারিয়ারের অন্যতম মাইলফলক।,