ধীরে ধীরে যানবাহনের জট কমেছে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। প্রায় ১৪ কিলোমিটার যানজট এখন নেই বললেই চলে। প্রশাসনের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এই সড়কে যান চলাচল।
এর আগে বুধবার দিবাগত (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যানজট প্রায় ২৫ কিলোমিটার এলাকায় বিস্তার লাভ করে।
পুলিশ জানায়, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও ফিটনেসবিহীন বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী (ওয়ানওয়ে) করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক হয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতায় বাইরে রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ফিটনেস বিহীন বিকল হওয়া কয়েকটি যানবাহন রেকার করে সরাতে সময় লেগেছে। এছাড়াও অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।