ময়মনসিংহে কওমি মাদ্রাসাছাত্র আবু সুফিয়ান মেহেদীকে মারধর করার অভিযোগে শিক্ষক মো. ফুয়াদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রের বাবা মহসিন আহমেদ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
অভিযোগের বরাত দিয়ে ওসি জানান, ময়মনসিংহ সিটির ৩২ নং ওয়ার্ডের চায়না মোড় এলাকার দাওয়াতুল হক কওমী মাদ্রাসায় এক বছর ধরে পড়াশুনা করছে মেহেদী রহমান। পরশু তাকে বেধম মারপিট করে আহত করেন ওই শিক্ষক। পরে খবর পেয়ে স্বজনরা আহত মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে মেহেদীর বাবা মহসিন আহমেদ বলেন, পড়া দিতে না পারায় পরশু সকাল ৬টায় তার ছেলেকে নির্যাতন করা হয়। বিকাল ৫টায় খবর পেয়ে ছেলেকে তিনি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। নির্যাতনের পর ওই শিক্ষক তার ছেলেকে এই বলে হুমকি দিয়েছেন ‘তোর পিতামাতাকে নির্যাতনের খবর জানালে তুই জাহান্নামে যাবি।’ যে কারণে এক কান দুকান করে বিলম্বে বিকাল ৫টায় আমরা ছেলের নির্যাতনের খবর পায়।