ময়মনসিংহের নান্দাইলে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ।
নিহতরা হলেন—ওই এলাকার আবুল হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩০) ও আব্দুল গণির স্ত্রী আফিলা বেগম (৪৫)।
ওসি জানান, ভোররাতে ওই দুই নারী শ্রমিক আতশবাজির ওই অবৈধ কারখানায় গিয়ে পটকা বানানোর কাজ করেছিলেন। এসময় কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। বিস্ফোরণের আগ মুহূর্তে দুটি বজ্রপাতের ঘটনাও ঘটে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি মিজানুর রহমান আকন্দ।