জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কনসার্টের টিকিট বিক্রি শুরু হচ্ছে সোমবার (২৮ মার্চ) । এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। অনুষ্ঠিত এই কনসার্টে কিংবদন্তি সঙ্গীত শিল্পী এ আর রহমানের সাথে পারফর্ম করবেন বাংলাদেশের মমতাজ বেগম এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস। এই কনসার্ট সরাসরি মাঠে বসে উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে এজন্য ন্যূনতম ১ হাজার টাকা খরচ করতে হবে সংগীত পিপাসুদের। ব্রোঞ্জ ক্যাটাগরির টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। তিন ক্যাটাগরির টিকিটের মধ্যে এটিই সর্বনিম্ন মূল্যের, যে টিকিট কাটলে দর্শকদের আসন থাকবে ক্লাব হাউজে।
এছাড়া ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড নামের এই ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৯ মার্চ, ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এতে অস্কার বিজয়ী ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমান ছাড়াও সংগীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত ব্যান্ড দল মাইলস ও পপসম্রাজ্ঞী মমতাজ। এছাড়া ৫ হাজার টাকা মূল্যে কেনা যাবে গোল্ড ক্যাটাগরির টিকিট, যার আসন থাকবে মাঠে। সর্বোচ্চ ১০ হাজার টাকা মূল্যের টিকিট প্লাটিনাম ক্যাটাগরির, মাঠে মঞ্চের কাছাকাছি থাকবে এর আসন।
সোমবার শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনা যাবে কনসার্টের টিকিট। এই বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে কনসার্টের আগের দিন, অর্থাৎ, মঙ্গলবারও। ২০২০ সালের মার্চে করোনা মহামারীর কারণে থমকে পড়ে গোটা বিশ্ব। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মুজিববর্ষ উদযাপনের কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আয়োজন পিছিয়ে দেওয়া হয়। স্থগিত হওয়া সেই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ।