মানিকগঞ্জ সদর উপজেলার হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার বিকালে সাড়ে ৫ টার দিকে উপজেলার মানোরা গ্রামের হযরত খাঁজা মাইনুদ্দিন চিশতী (রহ:) মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার শাওন, একই এলাকার মো. রাব্বি এবং মো. চাঁন মিয়া।
ওসি জানান, গোপন সংবাদে রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে মানোরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালায়। এসময় ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন আছে।