দেশের ২১৯টি ইউপিতে ষষ্ঠ ধাপে আজ সোমবার ভোট গ্রহণ চলছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদেও নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
সোমবার সকাল থেকেই ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন। তবে, পদ্ধতিটি নতুন হওয়ায় অনেকেই বেশ অসুবিধায় পড়ছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শিবালয় উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১ লাখ ৪৩ হাজার ৫১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নারী ভোটার ৭০ হাজার ৩৫৪ জন। আর পুরুষ ভোটার ৭২ হাজার ৬৯৭ জন।