মানিকগঞ্জের সিংগাইরে র্যাবের গাড়িতে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। এতে র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, রাতে একটি মাইক্রোবাসে র্যাবের টহল দল সিংগাইর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। তখন বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছোড়ে। এতে র্যাবের দুই সদস্য আহত হন। বর্তমানে তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে র্যাব সদর দপ্তরের ফরেনসিক টিম রওনা হয়েছে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মানিকগঞ্জের সিংগাইর সড়কে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যক্তিগত গাড়ি থামিয়ে অনেক সময় গুলি ছোড়ে। ভয়ে চালক গাড়ি থামালে দুর্বৃত্তরা সব লুটে নিয়ে পালিয়ে যায়। র্যাবের ওপর হামলার ঘটনাটাও এমনই ছিল বলে ধারণা করা হচ্ছে। কারণ, আমাদের আভিযানিক সদস্যরা মাইক্রোবাসে ছিলেন। আর সন্ত্রাসীরা সেটাকে কোনো সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে গুলি চালাতে পারে।