মানিকগঞ্জের সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা গ্রামের মো. বাবুল মিয়া এবং দৌলতপুর থানার খোদ্দর মহেশপুর গ্রামের হারুন অর রশিদ ওরফে হারুন।
নজরুল ইসলাম জানান, গোপন সংবাদে মানিকগঞ্জ সদর ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালানো হয়। এসআই হাকিম মোল্লার নেতৃত্বে দৌলতপুরের খোদ্দর মহেশপুর গ্রাম থেকে রাত ১০টার দিকে ২০০পিস ইয়াবাসহ হারুন গ্রেপ্তার করা হয়। একই দিনে রাত ১০টার দিকে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড শুভযাত্রা বাস কাউন্টারের সামনে থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।,