খিলগাঁও এলাকা থেকে মো. বিল্লাল হোসেন নামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁওয়ের সি ব্লক খেলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ (৫ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানিয়েছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।
তিনি জানান, বিল্লাল হোসেন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় ২০২০ সালের একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে।