সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে সামাজিক দূরত্ব তুলে নিয়ে জামাতে নামাজ আদায় করা হয়েছে। করোনাকালে জারি করা দ্বিতীয় দফার বিধিনিষেধ রবিবার তুলে নেয় সৌদি আরব। এদিন কাবা শরিফে ফজরের নামাজ আদায় করা হয়।
মসজিদুল হারাম শরিফের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্ঠিত ফজরের নামাজে সারিগুলো ছিল মুসল্লিতে ভরপুর।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরু হলে অন্যান্য দেশের মতো সতর্কতামূলক কঠোর বিধিনিষেধ জারি করে সৌদি আরবও। এক পর্যায়ে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদুল নববিতেও সামাজিক দূরত্ব মেনে প্রার্থনা করার বিধিনিষেধ জারি করা হয়। ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি উমরাহ পালনেও সাময়িক নিষেধাজ্ঞা দেয় দেশটি।
২০২১ সালের ১৭ অক্টোবর করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে আসায় বিধিনিষেধ তুলে নেয় সৌদি আরব। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে মহামারির বিস্তার বাড়তে শুরু করলে আবারও বিধিনিষেধ জারি করে দেশটি। সেই বিধিনিষেধ তুলে নেওয়ার পর রবিবার মসজিদুল হারাম শরিফে সামাজিক দূরত্ব ছাড়াই নামাজ আদায় করা হলো।