উত্তম চক্রবর্তী,নিজস্ব প্রতিবেদক মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে কর্মমসংস্থান প্রকল্প আওয়াতাধীন ১নং ওয়ার্ডে গ্রামীণ জনপদ উন্নয়নে মাটি সংস্কার কাজ চলছে। জীবন ফরে পাচ্ছে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তা ঘাট।
নোয়ালী ঈদগাহ হইতে রেজাউলের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ চলছে নিয়োম অনুযায়ী। শনিবার সকালে সরজমিন ঘুরে দেখাগেছ, তালিকা ভূক্ত ৪৪ জন কর্মসৃজন শ্রমিক দিয়ে সকাল থেকে নিদৃষ্ট সময় পর্যন্ত কাজ করছে তারা। ওয়ার্ড বার বার নির্বাচিত ইউপি সদস্য আজব আলী গাজী সর্বক্ষণ থেকে কাজটি পরিচালনায় দায়িত্ব পালন করছেন তিনি।
এ সময় ইউপি সদস্য আজব আলী গাজী বলেন, আমার বিরুদ্ধে এলাকার কিছু অসামাজিক লোকেরা বিভিন্ন ষড়যন্ত্র করছে। তারা ভালো কাজেও বাধা দিচ্ছে। কিন্তু এসব করে কোন লাভ হবে না।
Facebook Comments Box