আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন মধুপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে শাহীন খন্দকার সভাপতি ও আজমীর শরীফ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহামন, কার্যকরি সদস্য পদে ঈমান আলী, ইয়াছিন আলী ও আব্দুর রহিম ভোলা।
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোজাফর আলী, প্রচার সম্পাদক মোবারক আলী, দপ্তর সম্পাদক পদে ফজলুল হক।
এই নির্বাচনে মোট ভোটারের সংক্ষা ছিল ৩০৩ জন।সুন্দর ও সুষ্ঠ পরিবেশের মধ্য দিয়ে ২৮৯জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন বলে নির্বাচন কমিশনার জানান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ফিরোজ খান বাচ্চু।
Facebook Comments Box