ভোলায় সরকারি (বিএডিসির) ৯৪ বস্তা গম, ধান ও আলুর বীজ অবৈধ মজুত ও খুচরা বিক্রির দায়ে মো. মানিক (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ভোলা শহরের নতুন বাজারের মানিক ট্রেডার্স নামক তার দোকানের সামনে থেকে এ বীজের বস্তাসহ তাকে আটক করে পুলিশ। পরে ভোলা সদর মডেল থানার পুলিশ আটক মো. মানিকসহ ও বীজের বস্তাগুলো থানায় নিয়ে যায় এবং দোকানটি বন্ধ করে দেয়।
ভোলা সদর মডেল থানার এসআই কবির হোসেন জানান, সরকারিভাবে গম, আলু, ধানের বীজ বিক্রি হওয়ার কথা থাকলেও সেগুলো খোলা বাজারে বিক্রি হতে দেখে স্থানীয়রা জব্দ করে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করি এবং দোকান মালিক মানিককে আটক করা হয়েছে।