ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশি আটক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

রোববার  রাত ১টার দিকে বোদা উপজেলার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের কাজীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আজ সকাল ১০টার দিকে ৮ বাংলাদেশির মধ্যে তিনজন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

আটককৃত বাংলাদেশিরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩), কাহারোল উপজেলাধীন তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জেলার বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমনের খবরে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩জন শিশু। তারা হিন্দু সম্প্রদায়ের।

 

এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের মধ্যে শিশু থাকায় ৩ শিশুকে সোমবার সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে তাদের আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারত যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা ঢাকা পোস্টকে বলেন, সীমান্ত দালালের মাধ্যেমে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে  বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» হাতীবান্ধায় ৪৮ ঘন্টা তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির প্রস্তুতি শেষ হঠাৎ নদীতে পানি বৃদ্ধি

» এই মুহূর্তে নির্বাচন দরকার : সেলিমা রহমান

» দেশের মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে : তারেক রহমান

» ইয়াবা পাচারের সময় যুবক আটক

» আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

» ভিকির সিনেমায় মুগ্ধ ক্যাটরিনা

» হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কলে নতুন সুবিধা

» জন্ম নিবন্ধনের কোনো মা-বাপ আছে বলে মনে হয় না: প্রধান উপদেষ্টা

» জাতীয় সম্প্রচার কমিশন গঠন চেয়ে রিট

» তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাপ্রধান

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশি আটক

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে রাতের আঁধারে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

রোববার  রাত ১টার দিকে বোদা উপজেলার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের কাজীপাড়া থেকে তাদেরকে আটক করা হয়। আজ সকাল ১০টার দিকে ৮ বাংলাদেশির মধ্যে তিনজন শিশু থাকায় তাদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

আটককৃত বাংলাদেশিরা হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলাধীন ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩), কাহারোল উপজেলাধীন তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জেলার বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আগমনের খবরে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন মহিলা ও ৩জন শিশু। তারা হিন্দু সম্প্রদায়ের।

 

এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪৫৮৪ টাকা পাওয়া যায়। আটককৃত ব্যক্তিদের মধ্যে শিশু থাকায় ৩ শিশুকে সোমবার সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে তাদের আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারত যেতে সীমান্ত এলাকায় এসেছেন।

 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা ঢাকা পোস্টকে বলেন, সীমান্ত দালালের মাধ্যেমে এক লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে  বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com