ভারতের বিমানবন্দরে পুলিশ কর্মকর্তার ব্যাগ খুলে যা পাওয়া গেল

নিরাপত্তাজনিত কারণে সব বিমানবন্দরেই যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়ে থাকে। তবে ব্যাগ খুলে যদি পাওয়া যায় কেজি কেজি মটরশুঁটি, তাহলে চোখ কপালে উঠবেই। ঘটনা আদতে এমনটিই ঘটেছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিমানবন্দরে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাওয়া গেছে ব্যাগভর্তি মটরশুঁটি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তার নাম অরুণ বোথরা। গতকাল বুধবার টুইটারে এক পোস্ট দিয়ে ব্যাগে মটরশুঁটি পাওয়ার বিষয়টি নিজেই জানান তিনি। এর একটি ছবিও সংযুক্ত করেন ওই টুইটে।

টুইটারে অরুণ বোথরা লেখেন, ‘বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আমাকে ব্যাগ খুলতে বলেছিলেন। স্ক্যানারে সন্দেহজনক কিছু চোখে পড়ায় তারা আমার হ্যান্ড লাগেজ খুলতে বলেন।’ তার ভাষ্য, মটরশুঁটিগুলো ৪০ রুপি কেজি করে কিনেছেন।

 

 

এদিকে পুলিশ কর্মকর্তার ওই পোস্ট বেশ সাড়া ফেলেছে। এক দিনের মাথায় সেটিতে লাইক এসেছে ৬৩ হাজারের বেশি। মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার। রিটুইট তো হয়েছেই। টুইটারে অরুণ বোথরার অনুসারী রয়েছেন ২ লাখ ৩০ হাজার।

 

টুইটের মন্তব্যের ঘরে পারভিন কাসওয়ান নামের ভারতের বন বিভাগের এক কর্মকর্তা প্রশ্ন রেখেছেন, সেখানে আদতে মটরশুঁটি চোরাচালানের মতো কোনো ঘটনা ঘটেছিল কি না। আরেকজন মন্তব্য করেছেন, তিনি জয়পুর থেকে ৪০ রুপি দরে ১০ কেজি মটরশুঁটি কিনেছেন। জবাবে পুলিশের এই কর্মকর্তা লেখেন, তিনিও একই দামে পেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ভটভটি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালকের মৃত্যু

» ঢাকার অপহৃত স্কুল ছাত্রীকে কক্সবাজারের থেকে উদ্ধার,গ্রেফতার১

» গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে কাজ করছে সরকার

» বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫৯জন আটক

» স্ত্রীর মনের কথা জানার উপায়

» স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো : দীপু মনি

» বোনের বিরুদ্ধে মিষ্টি অভিযোগ পরীমণির!

» বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

» বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব, প্রধানমন্ত্রীর প্রত্যয়

» গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতের বিমানবন্দরে পুলিশ কর্মকর্তার ব্যাগ খুলে যা পাওয়া গেল

নিরাপত্তাজনিত কারণে সব বিমানবন্দরেই যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়ে থাকে। তবে ব্যাগ খুলে যদি পাওয়া যায় কেজি কেজি মটরশুঁটি, তাহলে চোখ কপালে উঠবেই। ঘটনা আদতে এমনটিই ঘটেছে। ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিমানবন্দরে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পাওয়া গেছে ব্যাগভর্তি মটরশুঁটি।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ওই পুলিশ কর্মকর্তার নাম অরুণ বোথরা। গতকাল বুধবার টুইটারে এক পোস্ট দিয়ে ব্যাগে মটরশুঁটি পাওয়ার বিষয়টি নিজেই জানান তিনি। এর একটি ছবিও সংযুক্ত করেন ওই টুইটে।

টুইটারে অরুণ বোথরা লেখেন, ‘বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা আমাকে ব্যাগ খুলতে বলেছিলেন। স্ক্যানারে সন্দেহজনক কিছু চোখে পড়ায় তারা আমার হ্যান্ড লাগেজ খুলতে বলেন।’ তার ভাষ্য, মটরশুঁটিগুলো ৪০ রুপি কেজি করে কিনেছেন।

 

 

এদিকে পুলিশ কর্মকর্তার ওই পোস্ট বেশ সাড়া ফেলেছে। এক দিনের মাথায় সেটিতে লাইক এসেছে ৬৩ হাজারের বেশি। মন্তব্য করা হয়েছে প্রায় সাড়ে তিন হাজার বার। রিটুইট তো হয়েছেই। টুইটারে অরুণ বোথরার অনুসারী রয়েছেন ২ লাখ ৩০ হাজার।

 

টুইটের মন্তব্যের ঘরে পারভিন কাসওয়ান নামের ভারতের বন বিভাগের এক কর্মকর্তা প্রশ্ন রেখেছেন, সেখানে আদতে মটরশুঁটি চোরাচালানের মতো কোনো ঘটনা ঘটেছিল কি না। আরেকজন মন্তব্য করেছেন, তিনি জয়পুর থেকে ৪০ রুপি দরে ১০ কেজি মটরশুঁটি কিনেছেন। জবাবে পুলিশের এই কর্মকর্তা লেখেন, তিনিও একই দামে পেয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :

Design & Developed BY ThemesBazar.Com