বিমানবন্দর থানা এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এসময় ভুক্তভোগী তিন নারীকেও উদ্ধার করে র্যাব।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, আন্তর্জাতিক মানবপাচার চক্রটি দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে মানবপাচার করে আসছিল। এ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তিনজন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোমবার বিকেলে র্যাব-১ এর উত্তরা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।