রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।
বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২৫৭৫ পিস ইয়াবা, ২৫ দশমিক ৫ গ্রাম ১৮৪ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, ১৩ দশমিক ৫ লিটার দেশিমদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার জব্দ করা হয়।,
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭ টি মামলা রুজু হয়েছে।