এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখলো অন্যরকম কিছু। ব্যাট-বলে সব বিভাগেই বিদেশি তারকাদের ছাড়িয়ে রাজত্ব দেশি ক্রিকেটারদের। ব্যাট হাতে রেকর্ড গড়া নাজমুল হোসেন শান্ত সবার উপরে অবস্থান করছেন। সেরা পাঁচ দেশিদের দখলে।
নাজমুল হোসেন শান্ত
ব্যাট হাতে শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘুরিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বাঁহাতি এই ওপেনার। শান্ত ১৫ ম্যাচে ৩৯.৬৯ গড়ে ৫১৬ রান করেন। বাংলাদেশি হিসেবে প্রথমবার ৫০০ রান ছাড়িয়ে যান শান্ত। ফিফটি হাঁকিয়েছেন ৪টি। সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান। স্ট্রাইক রেট ১১৬.৭৪।
রনি তালুকদার
শান্তর পরে আছেন রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার। ৩৫.৪১ গড়ে ১৩ ম্যাচে ৪২৫ রান করেন রনি। ব্যাটিং করেছেন ১২৯.১৭ স্ট্রাইকরেটে। ৪ মেরেছেন ৫১টি আর ছয় ১২টি। ফিফটি ৩টি। তার দল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের কাছে হেরে যায়। এই ম্যাচেও ফিফটি করেন রনি, তবে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি।
তৌহিদ হৃদয়
খোলস ছেড়ে বেরিয়ে স্বাধীনভাবে ব্যাটিং করা তৌহিদ হৃদয় ১৪০.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন। শুরুতে ইনজুরিতে আক্রান্ত না হলে হৃদয় থাকতে পারতেন শীর্ষে। ফিফটি করেছেন ৫ ম্যাচে। সর্বোচ্চ অপরাজিত ৮৫।
লিটন দাস
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাস সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন। ফাইনালে ফিফটি হাঁকানো লিটন ১৩ ম্যাচে ৩৭৯ রান করেন। ১২৯.৩৫ স্ট্রাইকরেটে গড়ে ৩১.৫৮ রান করেইন এই ডানহাতি ওপেনার। সর্বোচ্চ খেলেন ৭০ রানের ইনিংস।
সাকিব আল হাসান
এবার আগ্রাসী ক্রিকেট খেলে প্রতিপক্ষ দলকে এলোমেলো করে দিয়েছেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের অধিনায়ক ১৭৪.৪১ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে ৩৭৫ রান করেন। গড় ৪১.৬৬ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৯। সূএ:বাংলাদেশ প্রতিদিন