যশোরের বেনাপোল দৌলতপুর গ্রাম থেকে ১টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগজিনসহ রমজান মোল্লা (২৬) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রমজান মোল্লা বেনাপোল থানার দৌলতপুর গ্রামের জাকির হোসেনের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে জানতে পারি রমজান মোল্লা ভারত থেকে অস্ত্র চালান এনে দৌলতপুর পাকা রাস্তার পাশে কেনা-বেচা করছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।