আন্তর্জাতিক ডেস্ক : সন্তান হওয়ার খবর শুনলে পরিবারের সবার ব্যস্ততা বেড়ে যায়। কত কিছুই না করতে হবে। এজন্য অগ্রিম কেনাকাটাও শুরু করে দেন অনেকে। কিন্তু মালয়েশিয়ান এই তরুণী যা করলেন, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারবেন না কোনো স্বামী। সূএ:খবর মালয় মেইলের।
১৯ বছরের কিশোরী আনেস আইয়ুনি ওসমান মা হবেন। সাধারণত পরিবারে সন্তানসম্ভবা কেউ থাকলে তার আদর যত্ন, খাওয়া-দাওয়ার দিকে বাড়তি নজর দেন পরিবারের সবাই।
কিন্তু আনেস উল্টো তার স্বামীকে ২০ লাখ মিলিয়ন রিঙ্গিতের (প্রায় ৪ কোটি ১২ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার) একটি ল্যাম্বরগিনি গাড়ি উপহার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘটনাটা আসলে কি?
সন্তান জন্ম দেয়ার পর ১০০ দিন বন্দী থাকতে হবে আনেসের স্বামীকে। কাটাতে হবে নিদ্রাহীন রাত। আর তাই সন্তানের মা হওয়ার আগেই স্বামীকে অগ্রিম এই উপহার দেন আনেস।
গত শুক্রবার (১১ মার্চ) স্বামীকে কুয়ালালামপুরের একটি গাড়ির দোকানে নিয়ে যান আনেস। সেখানে স্বামীকে হুরাকান ইভো মডেলের একটি ল্যাম্বরগিনি উপহার দেন তিনি। পুরো ঘটনা টিকটকে ধারণ করেন আনেস।
ভিডিওতে দেখা যায়, স্বামীর চোখে মাস্ক পরিয়ে তাকে দোকানে নিয়ে আসছেন আনেস। আর সামনেই ছিল ল্যাম্বরগিনি গাড়িটি। স্ত্রীর কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বামী। আনেসকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানান তিনি।
পরে আনেস বলেন, বিয়ের পর থেকে আমাদের আশীর্বাদ থামেনি, বিশেষ করে আমার গর্ভাবস্থায় তিনি আমার খুব ভালো যত্ন নিয়েছেন। তার আত্মত্যাগের জন্য কৃতজ্ঞ হওয়া ছাড়া আমি তাকে এই ল্যাম্বরগিনি উপহার দিচ্ছি কারণ আমি তাকে আমার বন্দিদশা জুড়ে আমার পাশে চাই।
প্রসঙ্গত, এ মাসের শেষদিকে সন্তানের জন্ম দেবেন আনেস। সন্তান জন্ম দেয়ার পর ২০ বছর বয়সী স্বামী ওয়েলদান জুলকেফলিকে নিজের বাবার বাড়ি কেলানতানে পাসির মাসে থাকবেন আনেস।