ফাইল ছবি
বাদামক্ষেতে ছাগল ঢুকে লতা-পাতা খাওয়া নিয়ে বিতণ্ডায় প্রতিপক্ষের হামলায় কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, পাশাপাশি দুই পরিবারের মাঝে লাঠিসোটা ও দা নিয়ে সংঘর্ষ হয়। ওই সময় ঘটনাস্থলে কুলছুমা মারা যান। এসময় কয়েকজন আহত হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে।