চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের একটি মাঠ থেকে বন্দুক উদ্ধার করেছে র্যাব।
আজ বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রের পাশের লবন মাঠে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক নম্বর ছেলবন কেন্দ্রের পাশের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও কিছু লাঠিসোঁটা পাওয়া গেছে। কারা এসব অস্ত্র রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন চলছে। নির্বাচনে শান্তি বজায় রাখতে সকাল থেকেই র্যাব মাঠে কাজ করছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
আজ সকাল থেকেই চট্টগ্রামের বাঁশখালীর ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এছাড়াও আনেয়ারার পরৈকোড়া, পটিয়ার ছনহারা, কর্ণফুলীর চর পাথরঘাটা, ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।