ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুরে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৬ যাত্রী নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া ঘাতক বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ সকাল ১০টায় র্যাব ৮ এর উপপরিচালক মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসচালক মশিউর রহমান (৩৫) বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।
মেজর জাহাঙ্গীর আলম জানান, ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাস বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে আসা মোল্লা ট্রাভেলস এর একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন ও বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় মাইক্রোবাস চালকের ছেলে সড়ক পরিবহন আইনে গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসচালক মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।