বগুড়ার কাহালুতে বিজয় হোসেন (১৮) নামের এক তরুণকে হত্যার পর তার ভ্যান ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।
আজ বেলা ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজয় হোসেন গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে বিজয় তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। বুধবার রাতেই বিষয়টি গাবতলী থানায় জানানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানা পুলিশ জানায় কাহালুতে বিজয়ের মরদেহ উদ্ধার হয়েছে।
কাহালু থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাহালু উপজেলার ভ্যাপড়া ডিকে রাইস মিলের পেছনের ডোবার ভেতর স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, তার পরিচয় উদঘাটনের পর জানা গেছে তিনি পেশায় ভ্যান চালক। বুধবার সকালে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ধারণা করা হচ্ছে ভ্যানটি ছিনতাই করতেই উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।