বগুড়ার শেরপুরে পিকআপ উল্টে খাইরুল ইসলাম(২৫) নামের এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ৪ জন আহত হয়েছে।
আজ (২০ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে মির্জাপুর ভাদরা এলাকায় আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম কাফুরা পশ্চিমপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
আহতরা হলেন, একই এলাকার জামাল হোসেন (৩৫), রায়হান (২৫), আবু সুফিয়ান (১৮), সোহান হাসান (২০)।
জানা যায়, মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মুরগির খামার থেকে মুরগি বোঝাই করে আঞ্চলিক সড়ক দিয়ে শেরপুরে দিকে আসছিল। এ সময় ভাদরা স্কুল এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে গিয়ে দুড়ড়ে মুছড়ে যায়। এতে পিকআপের নিচে পড়ে মুরগির ব্যবসায়ি খাইরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। এবং অন্য মুরগির ব্যবসায়ীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থার গুরুতর হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দীকুর রহমান জানান, পিকআপটি বেপরোয়া গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ১ জন নিহত হয়। নিহতকে পরিবার তাদের বাড়িতে নিয়ে যান। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।