উত্তর কোরিয়ার বিরুদ্ধে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের পাল্টা ‘ভয়াবহ’ সামরিক জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছিল উত্তর কোরিয়া। এরপরই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি সামনে এসেছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া পূর্ব সাগরে (জাপান সাগর নামেও পরিচিত) একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এই সপ্তাহের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জি-২০ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আলোচনা করেছেন। বাইডেন এ বিষয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও আলোচনা করেছেন। তবে এই আলোচনার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলাকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল উত্তর কোরিয়া। পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দক্ষিণ কোরিয়াও।