কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার রাতে কলাবাগান থানার ভুতের গলি এলাকায় অভিযান চালিয়ে ওয়ালিউল হাসনাত খান ওরফে মুরাদকে আটক করে ডিবির ধানমন্ডি জোনাল টিম।
ডিবির রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলে এলাহী জানান, গোপন সংবাদ পেয়ে শনিবার ভুতের গলি এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আসামি মুরাদকে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এ কর্মকর্তা।