মোঃ খলিলুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সেবা ও গৌররের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী” ও সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এ উপলক্ষে বুধবার বিকালে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। এর আগে ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, পৌর মেয়র শশধর সেন, গ্রামাউসের নির্বাহী পরিচালক ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকি, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বাদশা আলমগীর, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।