রাজশাহীর নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় মো. রিংকু (২৩) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে নগরের নিউমার্কেটের পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত রিয়াজুল নিউ মার্কেটের ষষ্ঠীতলা এলাকার মধু মিয়ার ছেলে। আহত রিংকুর বাড়িও একই এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, নগরীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতে আধিপত্য বিস্তার করে দোকান করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সোমবার রাত ৯টার দিকে রিয়াজুল ও রিংকু নামের দুই যুবক গুরুতর আহত হন। তাদেরকে রামেক হাসপাতালে নেওয়া হয়।
‘রিয়াজুলের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় চাকু ও রডের আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান। অপরদিকে রিংকু ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশের এ মুখপাত্র জানান, এ ঘটনায় সোমবার রাত ২টার দিকে নিহতের বাবা ৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া থানায় মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত নাইম নামের একজনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। নাইম ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার রতনের ছেলে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এছাড়া নিহত রিয়াজুলের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহটির ময়নাতদন্ত করা হবে। পরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।