ফরিদপুরের উপজেলা সদরের একটি ভুট্টা খেত থেকে ৬০টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আব্দুল মুন্নাফ খান (৫৪)।
রোববার বিকেলে শহরের কমলাপুর চানমারী গ্রামস্থ কাদের শিকদারের বাড়ির পাশে ভুট্টা খেত থেকে গাঁজা গাছগুলো উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য জানান।
র্যাব-৮ সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, ক্যাম্পের একটি টহল দল অভিযান চালিয়ে গাঁজা গাছগুলো উদ্ধার করে। এসময় মাদকদ্রব্য কেনাবেচার কাজে ব্যবহৃত একটি সিমকার্ডসহ মোবাইল জব্দ করা হয়।
পরবর্তীতে আব্দুল মুন্নাফ খানকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে।