ফরিদপুরের বোয়ালমারীতে জাহানারা বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে-পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা-নদেরচাঁদ সড়কের গুনবহা-কামার গ্রামের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ ওই ইউনিয়নের গুনবহা গ্রামের দুবাই প্রবাসী শাহাদত হোসেনের স্ত্রী। স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে গৃহবধূর খোঁজ-খবর নেয় এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভ্যানে করে বোয়ালমারী বাজার থেকে নিজ বাড়ি গুনবহায় ফিরছিলেন জাহানারা বেগম। বোয়ালমারী-নদেরচাঁদ সড়কের গুনবহা-কামারগ্রামের ফুলতলা নামক স্থানে পৌঁছালে পূর্বশক্রতার জেরে গুনবহা গ্রামের আল আমিন মোল্লা (৪০), শাকিব মোল্লা (২৫), শিপন (২৫), রিপনসহ (২৮) কয়েকজন তাকে বহনকারী ভ্যানের গতিরোধ করে। এ সময় গৃহবধূকে ভ্যান থেকে নামিয়ে দুই পায়ে রড ও রামদা দিয়ে কুপিয়ে-পিটিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই গৃহবধূর পা ভেঙে গেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, দুই পায়ে আঘাতে জাহানারা বেগমের বেশ ক্ষত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী থানার উপপরিদর্শক কাজী আবুল বাশার সোমবার রাতে বলেন, হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর নিকট থেকে সব ঘটনা শুনেছি। হামলাকারীদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনার বিস্তারিত আরও তথ্য পাওয়া যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।