সকালে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী উইকেট জুঁটিতে অধিনায়ক এলগারের সাথে ৫২ রানের পার্টনারশিপ গড়ে ব্যাক্তিগত ২৪ রানে খালেদের বলে আউট হন সারেন। মধ্যাহ্নভোজ বিরতির আগেই এলগারের অর্ধশতকে ভর করে একশর কোটা পার করে স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনে অর্ধশতক হাকানো দুই ব্যাটার এলগারকে ব্যক্তিগত ৭০ এবং পিটারসেনকে ৬৪ রানে নিজের শিকারে পরিণত করেন তাইজুল। ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে চা বিরতিতে যায় প্রোটিয়ারা।
শেষ সেশনে দলের তৃতীয় ব্যাটার হিসেবে অর্ধশতক তুলে নেন বাভুমা। তবে দিনের শেষ ১০ ওভারে অর্ধশতকের পথে এগোতে থাকা রিকেলটনকে ৪২ রানে তাইজুল ফেরানোর পর অর্ধশতক হাকানো বাভুমার উইকেট তুলে নেন খালেদ। বাংলাদেশের খালেদ ২টি এবং তাইজুল নেন ৩টি উইকেট।