গতবছর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা নিয়ে দেশব্যাপী সহিংসতার বিষয়টি বিবেচনায় নিয়ে এবছর সর্বোচ্চ সতর্কতার মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহার বলেন, গত বছর আমি দেশে ছিলাম না। তখন ষড়যন্ত্রকারীরা পূজামণ্ডপে হামলা করেছে। খবর পেয়ে দেশের বাইরে থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। এবছর আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কোনো ষড়যন্ত্র হলে কঠোর হাতে দমন করা হবে। এবার নানুয়ার দিঘির পাড়ে অবশ্যই দুর্গা উৎসব হবে। যদি কেউ কোনো পূজামণ্ডপে হামলা করে, সে পালিয়ে বাঁচতে পারবে না।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, এবার যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করা যায়, সেজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পূজামণ্ডপ এলাকায় স্বেচ্ছাসেবী দেওয়া হবে। ভয়ের কোনো কারণ নেই।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মান্নান, কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বছর কুমিল্লা সিটি করপোরেশন এলকাসহ জেলায় মোট ৭৯৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।