মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি( জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার পূর্ববালিঘাটা মহল্লার অসিম কুমার সাহা (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার( ২০ জানুয়ারী) রাতে শেষ নিঃস্বাশ ত্যাগ করেন।
আজ শনিবার সকাল ১১ঃ৩০মিনিটে বীর মুক্তিযোদ্ধার নিজ বাসভবনের সামনে পাঁচবিবি উপজেলা প্রশানের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান করার হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিরা।
পরে তাকে নিজ ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কাজ সম্পূর্ণ করা হয়।
বীর মুক্তিযুদ্ধা অসীম কুমার সাহা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ৭ নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন বলে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মিছির উদ্দিন সাংবাদিকদের জানান।
Facebook Comments Box